আয়ারল্যান্ডের বিপক্ষে কষ্টে জিতলো ফ্রান্স

ইউরো বাছাইপর্বের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল ফ্রান্স। কিন্তু পরের ম্যাচই জিততে কষ্ট হলো বেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে সোমবার রাতে পেয়েছে ১-০ গোলের কষ্টার্জিত জয়।
ম্যাচের ৫০তম মিনিটের মাথায় ১৮ মিটার দূর থেকে বেঞ্জামিন পাভার্ডের করা একমাত্র দর্শনীয় গোলে জয় পায় ফরাসিরা।
অবশ্য ম্যাচের শেষ মুহূর্তে গোল খেতে বসেছিল কাতার বিশ্বকাপের রানার্স-আপরা। কিন্তু গোলরক্ষক মাইক ম্যাগনানের অসাধারণ সেভে রক্ষা পায় ফ্রান্স। তিনদিন আগে নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি রুখে দিয়েছিলেন তিনি।
এই জয়ে দুই ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে ফ্রান্স।
আগামী জুনে আবার ইউরো বাছাইপর্ব খেলতে মাঠে নামবে দিদিয়ের দেশমের শিষ্যরা। ১৭ জুন জিব্রাল্টারের মুখোমুখি হবে এমবাপ্পে-গ্রিজমানরা। আর ২০ জুন ঘরের মাঠে তারা লড়বে গ্রিসের বিপক্ষে।
এরপর সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে ফিরতি লেগ খেলবে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, জিব্রাল্টার ও গ্রিসের বিপক্ষে।
আইকে