ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


এশিয়া কাপ আরচারিতে স্বর্ণপদক জয় বাংলাদেশের


১৯ মার্চ ২০২৩ ২১:০৯

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং আরচারি টুর্নামেন্ট স্টেজ-১ এ স্বর্ণ জিতলো বাংলাদেশ। রিকার্ভ মিশ্র দৈতের ফাইনালে কাজাখস্তানকে হারিয়ে এই পদক জিতেছে বাংলাদেশের দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেল জুটি।

রোববার (১৯ মার্চ) চাইনিজ তাইপেতে রিকার্ভ মিশ্র দৈতের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কাজাখস্তানকে ৫-৩ সেট পয়েন্টে হারায় হাকিম আহমেদ রুবেলের সঙ্গে দেশসেরা নারী আরচার দিয়া সিদ্দিকীর জুটি।

এর আগে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫-১ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছিলেন এই জুটি। এর আগে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ৬-২ সেট পয়েন্টে হারিয়েছিল মালয়েশিয়াকে।

এ টুর্নামেন্টে বাংলাদেশের ৯ সদস্যের দল অংশ নিয়েছিল।

বাংলাদেশ দল: মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল (রিকার্ভ পুরুষ), মো. সাগর ইসলাম (রিকার্ভ পুরুষ), রাম কৃষ্ণ সাহা (রিকার্ভ পুরুষ), দিয়া সিদ্দিকী (রিকার্ভ মহিলা), মোহাম্মদ আশিকুজ্জামান (কম্পাউন্ড পুরুষ), শ্যামলী রায় (কম্পাউন্ড মহিলা)।

টিম ম্যানেজার: মো. আয়নাল হক স্বপন

প্রধান প্রশিক্ষক: মার্টিন ফ্রেডরিক

প্রশিক্ষক: মোহাম্মদ হাসান

আইকে