গার্দিওলার নির্মম গোলমেশিনে উড়ে গেলো বার্নলি

আর্লিং হাল্যান্ডের সামনে আবারও অসহায় আত্মসমর্পণ করলো প্রতিপক্ষ। ৫ দিনের ব্যবধানে নরওয়েজিয়ান এই ফরোয়ার্ডের দ্বিতীয় হ্যাটট্রিকে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে বিশাল জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। বার্নলিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে গার্দিওলার দল।
গোলমেশিন হাল্যান্ডের টানা দ্বিতীয় হ্যাটট্রিকের সাথে জোড়া গোল করেছেন হুলিয়ান আলভারেজ। অন্য গোলটি পামারের।
ম্যাচের ৩২তম মিনিটে হ্যালান্ডের গোলে শুরু সিটির গোল উৎসবের। ৩ মিনিট পর দ্বিতীয় ও ৫৯তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এই নরওয়েজিয়ান।
হ্যালান্ডের বদলি হিসেবে নামা হুলিয়ান আলভারেজও ৬২ ও ৭৩তম মিনিটে করেন দু’টি গোল।
এদিকে আলভারেজের দুই গোলের মাঝে ১ গোল করে নিজের নাম স্কোরশিটে তোলেন কোল পামার।
চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ ম্যাচেই আরবি লাইপজিগের বিপক্ষে ৩৫ মিনিটে ৫ গোল করেছিলেন হ্যালান্ড। এবার এফএ কাপে বার্নলির বিপক্ষে হ্যাটট্রিক করলেন এই গোলমেশিন। এ মৌসুমে এটি হ্যালান্ডের ছয় নম্বর হ্যাটট্রিক।
আইকে