নিউজিল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আইপিএল খেলবেন বলে দল থেকে বাদ পড়েছেন কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, টিম সাউদি ও মিচেল সান্টনারের নাম। তাদের বিপরীতে নতুন মুখ হিসেবে দলে ঠাঁই পেয়েছেন চ্যাড বোয়েস ও বেন লিস্টার।
এছাড়া, ফিন অ্যালেন, লকি ফার্গুসন ও গ্লেন ফিলিপসকে পাওয়া যাবে শুধু ২৫ মার্চ, প্রথম ওয়ানডের জন্য। এরপর তারা আইপিএল খেলার জন্য ভারতের উদ্দেশে রওনা দিবেন। টুর্নামেন্টটি শুরু হবে ৩১ মার্চ।
এদিকে, দীর্ঘ বিরতির পর সীমিত ওভারের ক্রিকেটের জন্য দলে নেয়া হয়েছে টম ব্লান্ডেলকে। তার সঙ্গে এই সিরিজে ফিরছেন উইল ইয়াং।
আগামী ২৫, ২৮ ও ৩১ মার্চ লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের লড়াইয়ে নামবে স্বাগতিক নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, চ্যাড বাওয়েস, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, বেন লিস্টার, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, হেনরি শিপলি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।
আইকে