সাব্বিরের শাস্তি শুরু

ক্রিকেটার সাব্বির রহমানের বিরুদ্ধে শৃঙ্খলা কমিটির ৬ মাসের শাস্তির সুপারিশ অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিবিসি)। আজ থেকে তার শাস্তি শুরু হলো। আগামী ছয় মাস তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন না।
সোমবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানায় বোর্ড।
এর আগে গত ১ সেপ্টেম্বর শৃঙ্খলা কমিটির বৈঠকে সাব্বিরের বিরুদ্ধে আনা সব অভিযোগ স্বীকার করে অনুতপ্ত হন তিনি। আর আগে সাব্বিরের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও ভক্তকে পেটানোর অভিযোগ আনা হয়। বেশ কয়েকবার শতর্কের পরও নিজেকে না শোধরানোয় এবার শাস্তি কার্যকর করে বোর্ড।
২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক হয় সাব্বিরের। তাকে মনে করা হয় সময়ের অন্যতম সেরা প্রতিভা। কিন্তু একের পর এক বিতর্ক জড়িয়ে ক্যারিয়ারটা হুমকির মধ্যে পড়ে যায় সাব্বিরের।
২০১৬ সালের বিপিএলে স্পর্শকাতর এক অভিযোগে ১২ লাখ টাকা জরিমানা হয়েছিল সাব্বিরের। সর্বশেষ বিপিএলের পঞ্চম আসরে আম্পায়ারকে গালি দিয়ে ম্যাচ ফি’র ৪০ শতাংশ হিসেবে প্রায় দেড় লক্ষ টাকা জরিমানা গুনেছেন।
এসএ