দুই ব্রাজিলিয়ানের পর আসেনসিওর গোলে রিয়ালের জয়

লা লিগায় খুব একটা ভালো খেলছে না রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে ছন্দে থাকা ক্লাবটি আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল বেতিসের বিপক্ষে ড্র করার পর এবার এস্পানিওলের বিপক্ষে জয়ে ফিরল।
শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে এস্পানিওলকে ৩-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
শুরুতেই হোসেলুর গোলে এস্পানিওল এগিয়ে গেলেও পরবর্তীতে দলকে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমার্ধের শেষদিকে গোল করে দলকে এগিয়ে নেন এদার মিলিতাও।
শেষ মুহূর্তে গোল করে জয় নিশ্চিত করেন মার্কো আসেনসিও।
এদিকে ২৫ ম্যাচে ১৭ জয়ে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৬২ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। ২৭ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে এস্পানিওল।
আইকে