ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


স্পোর্টিংয়ের বিরুদ্ধে ড্র করলো আর্সেনাল


১১ মার্চ ২০২৩ ০০:৩২

ইউরোপা লিগের শেষ ষোলোয় প্রথম লেগের মুখোমুখিতে আর্সেনাল ও স্পোর্টিংয়ের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

ম্যাচের ২২তম মিনিটে কর্নার থেকে নিঁখুত হেডে জালে জড়ান উইলিয়াম সালিবা। তবে গানাররা সে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। কর্নার থেকেই স্পোর্টিংয়ের ডিফেন্ডার গঞ্চালো ইনাচিওর গোলে সমতায় ফেরে।

ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটেই স্পোর্টিংকে আবার লিড এনে দেন পোলিনহো। কিন্তু ৬২তম মিনিটেই ওউন গোলের মাধ্যমে সমতায় ফেরে আর্সেনাল। স্পোর্টিংয়ের মোরিতার গায়ে লেগে নিজেদের জালেই জড়িয়ে যায় বল।

আর তাতেই ২-২ গোলের সমতায় মাঠ ছাড়ে মিকেল আর্তের দল।

শেষ ষোলোর দ্বিতীয় লেগে আগামী ১৬ মার্চ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে পর্তুগিজ ক্লাবটিকে আতিথেয়তা দেবে আর্সেনাল। সে ম্যাচেই নির্ধারণ হবে কোয়ার্টার ফাইনালের ভাগ্য।

আইকে