ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


মেসি-এমবাপ্পেদের বিদায় করে শেষ আটে বায়ার্ন মিউনিখ


১০ মার্চ ২০২৩ ০২:৪০

ইউরোপ সেরার মঞ্চে বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব সিক্সটিন থেকে ছিটকে গেলো মেসি-এমবাপ্পের পিএসজি। দ্বিতীয় লেগের খেলায় বাভারিয়ানদের কাছে ২-০ গোলে হেরে যায় ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বায়ার্ন মিউনিখ।

ম্যাচের শুরুতে দুদলই আক্রমণাত্মক থাকলেও সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে নিজেদের বক্সের মধ্যে মার্কো ভেরাত্তি বল হারালে পেয়ে যান লেয়ন গোরেটস্কা। সুযোগ থাকলেও নিজে শট না নিয়ে তিনি খুঁজে নেন অরক্ষিত চুপো-মোটিংকে। গোল করতে ভুল করেননি তিনি।

মাঝে বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি পিএসজি।

৮৯তম মিনিটে পিএসজির ক্ষীণ আশাটুকুও শেষ করে দেন সের্গে ন্যাব্রি। প্রতি আক্রমণে জোয়াও কানসেলোর কাছ থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথায় ঠিকানা খুঁজে নেন তিনি।

তারই মাঝে আরও একবার ইউরোপ সেরার মঞ্চ থেকে শূন্য হাতে ফিরলো পিএসজি।

আইকে