ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


অবশেষে হারলো নাপোলি


৫ মার্চ ২০২৩ ০১:৪৫

চলতি মৌসুমে নাপোলিকে রুখে দেয়াটা বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে প্রতিপক্ষ দলগুলোর জন্য। তবে দুর্বার গতিতে ছুটে চলা ইতালিয়ান জায়ান্টদের অবশেষে জয়রথ থামলো। ৮ ম্যাচ পর হারের মুখ দেখতে হলো লুসিয়ানো স্পালোত্তির শিষ্যদের। ইতালিয়ান সিরি আ’তে ঘরের মাঠে লাজিওর কাছে হেরেছে ক্লাবটি।

ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আধিপত্য বিস্তার করে খেলে ইতালিয়ান ক্লাবটি। শত চেষ্টার পরেও গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৪৮ মিনিটে ডি বক্সের মধ্যে ফাঁকা বল পেয়েও গোল করতে ব্যর্থ হন অসিমহেন। উল্টো, ম্যাচের ৬৭ মিনিটে মাতিয়াস ভাসিনোর দুর্দান্ত গোলে লিড পায় সফরকারীরা।

ম্যাচের যোগ করা সময়ে মিডফিল্ডার মিলিঙ্কোভিচ সাভিচের ফ্রিকিক গোলপোস্টে লেগে ফিরে আসলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

এই জয়ে ৪৮ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে উঠে এসেছে লাজিও। অন্যদিকে, ২৫ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে নাপোলি।

আইকে