নতুন ৯ ফুটবলারসহ ২৩ সদস্যের দল ঘোষণা করলো ব্রাজিল

মরক্কোর বিরুদ্ধে আসন্ন প্রীতি ম্যাচকে সামনে রেখে ৯ ফুটবলারসহ ২৩ সদস্যের ব্রাজিলের দল ঘোষণা করলেন অন্তর্বর্তীকালীন কোচ রামন মেনেজেস।
আগামী ২৫ মার্চ মরক্কোর বিপক্ষে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
কাতার বিশ্বকাপের পর মরক্কোর বিরুদ্ধে ম্যাচ দিয়েই প্রথম প্রীতি ম্যাচ খেলবেন রিচার্লিসন-ক্যাসেমিরোরা। এ স্কোয়াডে দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী ব্রাজিল দলের পাঁচ খেলোয়াড়কেও রাখা হয়েছে।
গোলরক্ষক মাইকেল, ডিফেন্ডার আর্থার, রবার্ট রেনান, মিডফিল্ডার আন্দ্রে সান্তোস ও ফরোয়ার্ড ভিটোর রোকু প্রমুখ প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ব্রাজিল স্কোয়াডে।
এছাড়াও আন্দ্রে ও রাফায়েল ভেগার মতো উদীয়মান তারকাদেরও স্কোয়াডে রেখেছেন মেনেজেস।
আইকে