ধর্ষণ মামলায় পিএসজি তারকা আশরাফ হাকিমির বিরুদ্ধে অভিযোগ গঠন

মরক্কো ও ফরাসি ক্লাব পিএসজিতে খেলা ফুটবল তারকা আশরাফ হাকিমির বিরুদ্ধে ফ্রান্সে ধর্ষণ মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।
২৪ বছর বয়সী এক নারী তার বিরুদ্ধে এই অভিযোগে আনেন বলে শুক্রবার এই তথ্য জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।
২৪ বছর বয়সী হাকিমিকে বৃহস্পতিবার তার বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পরই হাকিমির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
তবে এ বিষয়ে এখনও হাকিমির কোনো মন্তব্য পাওয়া যায়নি। তার ক্লাব পিএসজিও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এছাড়া শুক্রবারও পিএসজির অনুশীলনে দেখা গেছে মরক্কোর এই ফুটবলারকে।
সূত্র: ফ্রান্স টোয়েন্টি ফোর
আইকে