ফিফার পুরস্কারে আর্জেন্টিনার জয়জয়কার

সোমবার রাতে প্যারিসে ঘোষিত হয়েছে ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জয়ীদের তালিকা। সেখানে অবশ্য আর্জেন্টিনার জয়জয়কার। বর্ষসেরা খেলোয়াড়, বর্ষসেরা কোচ, বর্ষসেরা গোলরক্ষক এমনকি বর্ষসেরা সমর্থকের পুরস্কারও গেছে আর্জেন্টিনার ঝুলিতে।
ফিফা দ্যা বেস্টের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ২০২২ সালের বর্ষসেরা ফুটবলারের দৌড়ে তার সঙ্গে ছিলেন করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপ্পে।
এদিকে আর্জেন্টিনাকে বিশ্বসেরা করা তথা বিশ্বকাপের শিরোপা জেতানের পেছনের কারিগর ছিলেন লিওনেল স্কালোনি। তিনিও উপেক্ষিত হননি। জিতেছেন বর্ষসেরা কোচের পুরস্কার। সেরা কোচের দৌড়ে থাকা রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলোত্তি ও ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলাকে পেছনে ফেলেছেন তিনি।
এবার বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এছাড়াও তিনি জিতেছিলেন গোল্ডেন গ্লাভস।
এখানেই শেষ নয়, ২০২২ সালের সেরা সমর্থকের পুরস্কারও জিতেছে আর্জেন্টিনার সমর্থকরা।
এদিকে নারীদের বিভাগে বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন বার্সেলোনার ফরোয়ার্ড আলেক্সিস পুতেয়াস। নারীদের সেরা গোলরক্ষক হয়েছেন ইংল্যান্ডের ম্যারি ইয়ার্পস। আর বর্ষসেরা নারী কোচ হয়েছেন ইংল্যান্ডের কোচ সারিনা উইগম্যান।
আইকে