বাংলাদেশকে তাদের মাঠে হারানো কঠিন: বাটলার

দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। সবশেষ ২০১৬ সালে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলেছিল ইংলিশরা। সেই সফরে বাংলাদেশে একটি টেস্ট ও একটি ওয়ানডে হেরেছিল তারা। চট্টগ্রামে প্রথম টেস্টও তারা হারতে হারতে জিতেছিল। আর ওয়ানডে সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করে জিততে হয়।
এবারের সফরে ইংল্যান্ড ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে। আর দলটির সীমিত ওভারের অধিনায়ক জস বাটলার। তিনি এবার জানিয়ে দিলেন ঘরের মাঠে বাংলাদেশকে হারানো খুব কঠিন হবে।
মিরপুর শেরে-ই বাংলার প্রেস কনফারেন্স কক্ষে রোববার সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে আসেন বাটলার। এ সময় বলেন, ‘এটা আমাদের জন্য দারুণ চ্যালেঞ্জ। ঘরের মাঠে বাংলাদেশকে হারানো খুব কঠিন। আপনি যেমন বলেছেন, ভারতকে সম্প্রতিই তারা হারিয়েছে। বিশ্বকাপ খু ব দূরে নেই, এমন চ্যালেঞ্জই আমাদের দরকার এখন। আমাদের জন্য কঠিন এমন কন্ডিশনে নিজেদের পরীক্ষা করে নেওয়া জরুরি।’
সিরিজের উইকেট নিয়ে তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করছি পিচ স্লো ও লো উইকেটের হবে। আশা করছি আমাদের জন্য কঠিন কন্ডিশনই হবে। দল হিসেবে আমরা এটাই চাই। কঠিন কন্ডিশনে নিজেদের পরীক্ষা করে নিতে চাই, যা আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।’
বাটলার আরও বলেন, ‘ঘরের মাঠে বরাবরই বাংলাদেশের রেকর্ড ভালো। আমাদের দলে বেশ ভালো মানের খেলোয়াড় আছে। যার কারণে আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। উপমহাদেশে যারা শেষ কয়েক বছর খেলেছে আমরা তাদের নিয়ে এসেছি। বেশ কিছু খেলোয়াড় বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) খেলেছে। তাদের সবারই ধারণা আছে এখানে কেমন ক্রিকেট হতে পারে। নিশ্চিতভাবে এটি সহজ হবে না, তবে আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’
আইকে