রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে আল-নাসেরের জয়

সৌদি প্রো লিগে দারুণ জয় তুলে নিয়েছে আল-নাসের। দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনলেদোর দুর্দান্ত হ্যাটট্রিকে দামাককে ৩-০ গোলে হারিয়েছে দলটি। আর এ জয়ে লিগের শীর্ষে উঠে এসেছে আল-নাসর।
শনিবার প্রতিপক্ষের মাঠে খেলতে যায় আল-নাসের। যেখানে ম্যাচের প্রথমার্ধেই গোল তিনটি করেন পর্তুগিজ মহাতারকা। সবশেষ তিন ম্যাচে এটি তার দ্বিতীয় হ্যাটট্রিক।
ম্যাচের ১৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো। পাঁচ মিনিট পর চমৎকার ফিনিশিংয়ে দ্বিগুণ করেন ব্যবধান। আর ৪৪তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন। লিগে ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আল নাসের। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আল ইতিহাদ।
আইকে