ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ফুটবলে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো


২৬ ফেব্রুয়ারি ২০২৩ ০২:১১

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো খেলা ছেড়েছেন প্রায় আট বছর আগে। আর অবসরের ঘোষণা দিয়েছেন ২০১৮ সালে।

অবসরের পাঁচ বছর পরে আবারও ফুটবলের মাঠে দেখা যাবে ব্রাজিলের এই তারকাকে।

স্পেনভিত্তিক কিংস লিগের দল প্রোসিনোস এফসির হয়ে খেলবেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। খবর স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার।

বৃহস্পতিবার মার্কার খবরে বলা হয়, দীর্ঘদিন পর আবারও রোনালদিনহো ফিরলেন বার্সেলোনায়। তবে এবার ন্যু ক্যাম্পে নয়, রোনালদিনহোর ঠিকানা কুপ্রা অ্যারেনাতে। এ সপ্তাহে পিও এফসির বিপক্ষে ম্যাচে দ্বাদশ খেলোয়াড় হিসাবে দলের সঙ্গে থাকবেন রোনালদিনহো।

কিংস লিগকে জনপ্রিয় করার চেষ্টা করছেন সাবেক বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে এবং জনপ্রিয় স্ট্রিমার ইবাই লানোস। ইতোমধ্যে প্রকল্পটি সাফল্য পেয়েছে। রোনালদিনহোর আগে লা গ্যালাক্সি তারকা চিচারিতো এবং ম্যানচেস্টার সিটির সাবেক তারকা সার্জিও আগুয়েরো এই টুর্নামেন্টে নাম লিখিয়েছেন।

গত ১৬ জানুয়ারি পোর্চিনসের বিপক্ষে কুনিস্পোর্টসের হয়ে মাঠে নেমেছিলেন অবসরে যাওয়া আগুয়েরো। সেদিন একটি গোলও করেছিলেন আর্জেন্টাইন তারকা। তারপরে বন্ধু লিওনেল মেসির মতো উদযাপন করে আলোচনায়ও আসেন তিনি।

আইকে