ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


লুকাকুর শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে ইন্টার মিলান


২৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:২২

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পোর্তোর বিপক্ষে জয় পেয়েছে ইন্টার মিলান। লুকাকুর শেষ মুহূর্তের গোলে পূর্ণ পয়েন্ট নিশ্চিত হয় স্বাগতিকদের।

শুরুতে বল দখলের লড়াইয়ে ইন্টার মিলান এগিয়ে থাকলেও পরে পাল্টা আক্রমণে প্রতিপক্ষের রক্ষণের পরীক্ষা নেয় পোর্তো।

বেশ কিছু সুযোগ তৈরি করলেও তা থেকে গোল আদায় করতে পারেনি দু’দল।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে এসে আক্রমণের ধার বাড়ায় ইন্টার মিলান ও পোর্তো।

৮৬ মিনিটে লুকাকুর গোলে ডেডলক ভাঙ্গে স্বাগতিকরা।

প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হলেও দ্বিতীয় প্রচেষ্টায় বল জালে জড়িয়ে ইন্টারের ১-০ গোলের জয় নিশ্চিত করেন লুকাকু।

আইকে