ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগ্রেসরা


২২ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৫৭

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন ম্যাচ হেরে এরই মধ্যে শেষ হয়ে গেছে টাইগ্রেসদের বিশ্বকাপ মিশন। সেই সাথে শেষ সেমিফাইনালের স্বপ্ন। তাই সান্ত্বনাসূচক ম্যাচে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

কেপটাউনে বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে গড়াবে খেলাটি।

গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও এখনই শেষ দেখছেন না টাইগ্রেস অধিনায়ক। শেষ ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় তুলে নিয়ে দেশে ফিরতে চান নিগার সুলতানারা।

নারীদের বিশ্বকাপে বাংলাদেশ আর আয়ারল্যান্ড, এই দুই দল এখন অব্দি জয়ের দেখা পায়নি একটাও। আইরিশদের ম্যাচ শেষ। তবে বাংলাদেশের সামনে সুযোগ আছে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করার।

আইকে