ঢাকা প্রিমিয়ার লিগ শুরু ১৫ মার্চ

ঢাকা প্রিমিয়ার লিগের নতুন আসর মাঠে গড়াবে আগামী ১৫ মার্চ। এর আগে আগামী ১ মার্চ শুরু হবে এবারের প্রিমিয়ার লিগের দলবদল। দুই দিনব্যাপী এ দলবদল চলবে ২ মার্চ পর্যন্ত। আগের মতো এবারও প্রতি দলে একজন করে বিদেশি ক্রিকেটার খেলানো যাবে।
ডিপিএলের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিসিডিএম সদস্য সচিব আলী হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
সিসিডিএম সদস্য সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, এবার প্রিমিয়ার লিগ ৪ মাঠে অনুষ্ঠিত হবে। এগুলো হল- মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম, বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠ ও নারায়ণগঞ্জের ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম।
এদিকে ক্রিকেটারদের উৎসাহ জোগাতে এবং ভালো খেলায় অনুপ্রাণিত করতে এবার সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বাধিক উইকেটশিকারি ও লিগ সেরা পারফরমারকেও নগদ অর্থ পুরস্কারে ভূষিত করা হবে।
লিগসেরা পারফরমার এবং সর্বোচ্চ স্কোরার ও সর্বাধিক উইকেটশিকারির জন্য থাকবে নগদ ২ লাখ টাকা করে অর্থ পুরস্কার। এছাড়া প্রতি খেলার ম্যান অব দ্য ম্যাচকে দেওয়া হবে ১০ হাজার টাকা।
আইকে