ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


হ্যান্ডবল প্রতিযোগিতায় নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১বিজিবি) চ্যাম্পিয়ন


১৭ ফেব্রুয়ারি ২০২৩ ২১:২৭

গত ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত ৩ দিন ব্যাপী ময়মনসিংহ সেক্টর আন্ত ব্যাটালিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৩ নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি এর সার্বিক ব্যবস্থাপনায় ব্যাটালিয়ন প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রতিযোগিতায় ময়মনসিংহ সেক্টরের ব্যাটালিয়ন ৩১ বিজিবি অংশগ্রহন করে। ৩০ গোল করে নেত্রকোনা ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন আর ১৫গোল করে জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি রানার আপ হয়।

এছাড়াও প্রতিযোগিতায় নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১বিজিবি এর সিপাহী আব্দুস সালাম সজীব শ্রেষ্ঠ নবীণ খেলোয়াড় এবং সিপাহী আনিছুর জামান শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় হিসাবে নির্বাচিত হন।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সেক্টর এর সেক্টর কমান্ডার কর্নেল মাহমুদুর রহমান, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ ও প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন আয়োজক ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুর রহমান পিএসসি ও অধিনায়ক, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি এবং নেত্রকোনা ৩১ বিজিবির সর্বস্তরের সদস্যগণ।