ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


চতুর্থ শিরোপা জিততে কুমিল্লার দরকার ১৭৬ রান


১৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:২৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) নবম আসরের ফাইনাল ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান তুললো সিলেট স্ট্রাইকার্স। ফলে জিততে হলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দরকার ১৭৬ রান।

মিরপুরে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে সিলেট স্ট্রাইকার্সকে ব্যাট করার আমন্ত্রণ জানান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দলনেতা ইমরুল কায়েস। ইনিংসের শুরুটাই হয়েছে বাই চারের মাধ্যমে। শুধু তাই নয়, একই ওভারের শেষ বলেও বাই চার পেয়েছে সিলেট। প্রথম ওভারেই আসে ১৮ রান।

তবে পরের দুই ওভারেই দুটি উইকেট হারায় সিলেট। শূন্যরানে তৌহিদ হৃদয় ও ১ রানে আউট হন দলনেতা মাশরাফি বিন মর্তুজা। তৃতীয় উইকেট জুটিতে দুর্দান্ত খেলে খেলেন ওপেনার নাজমুল হোসেন শান্ত ও উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। এ সময় দুজনে তোলেন ৭৯ রান। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৬৪ রানে থামেন শান্ত।

এদিকে আপনতালে খেলে যান মুশফিক। কিন্তু সঙ্গী হিসেবে পাচ্ছিলেন না কাউকে। রায়ান বার্ল ১৩, থিসারা পেরেরা শূন্য ও জর্জ লিন্ডে ৯ রানে আউট হন। ৪ বলে মাত্র ১ রান করেন জাকির হোসেন। এদিকে শেষ পর্যন্ত খেলে যান মুশি। ফিফটি পূরণের পর অপরাজিত থাকেন ৭৪ রানে।

আইকে