ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


পেনাল্টি ঠেকিয়ে মাঠেই মারা গেলেন গোলরক্ষক


১৪ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৩৪

আরও এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো ফুটবলবিশ্ব। বেলজিয়ামের আঞ্চলিক লিগের ক্লাব উইনকেল স্পোর্ট বি দলের গোলরক্ষক আরনে এসপিলের সঙ্গে হয়েছে এই ঘটনা।

শনিবার এসকে ওয়েস্ট্রোজেবেকার বিপক্ষে ম্যাচে পেনাল্টি ঠেকানোর পরপরই মারা যান তিনি।

বেলজিয়ান সংবাদমাধ্যম ‘ভিআরটি নিউজ’র সূত্র উল্লেখ করে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ল্যান্স’ জানায়, প্রতিপক্ষ দলের পেনাল্টি ঠেকিয়ে মাঠের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলেন এসপিল। এরপরই মাঠে ছুটে আসে মেডিকেল দল। কিন্তু আধা ঘণ্টার মতো চেষ্টা করেও তাকে জাগানো সম্ভব হয়নি।

জানা যায়, হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

আইকে