ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ সরাসরি দেখাবে নতুন সময়

বাংলাদেশ সময় আজ রাত ১২ টায় সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে মুখোমুখি হতে যাচ্ছে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ম্যাচটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ বলে গণ্য করা হলেও এই দুদলের লড়াই যে নিজেদের সম্মান ও শক্তিমত্তার বিচারের হবে টা নিয়ে কোন সংশয় নেই।
২০১৮ সালে ব্রাজিল মোট আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ১৩ বার যার মধ্যে তাঁদের জয় ১১ ম্যাচে যেখানে মাত্র ২ ম্যাচে হারের স্বাদ পেয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার এ বছর আন্তর্জাতিক ম্যাচে ১০ খেলায় মাত্র ৫ ম্যাচে জয় পেয়েছে। তিন ম্যাচে হার ও বাকি ২টি ম্যাচ ড্র করেছে।
ম্যাচটি সরাসরি দেখতে চোখ রাখুন নতুন সময়ের ফেসবুক পেজ facebook.com/natunsomoylive অথবা www.natunsomoy.tv তে।
এসএ