ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বিতর্কিত গোলরক্ষক মার্টিনেজকে নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার কোচ


২২ জানুয়ারী ২০২৩ ০১:১০

আর্জেন্টিনাকে তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন করার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও অশ্লীল অঙ্গভঙ্গি আর আচরণ নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন এমিলিয়ানো মার্টিনেজ।

বিশেষ করে ফাইনাল ম্যাচ জয়ের পরই গোল্ডেন গ্লাভস নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি এবং আর্জেন্টিনায় ফিরে কিলিয়ান এমবাপেকে কটাক্ষ করে তীব্র সমালোচিত হন তিনি।

এবার তার সেই সব আচরণ নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

তার ভাষ্যে ‘মার্টিনেজের আচরণে হয়তো অনেকেই খুশি হবেন না। কিন্তু ও অনেক দুর্দান্ত ছেলে অনেকটা বাচ্চাদের মতো। ও কতটা ভালো ছেলে, সেটা জানলে অবিশ্বাস্য মনে হতে পারে। ওকে ভালো করে চেনা দরকার।’

একটি সাক্ষাৎকারে কোচ আরও বলেন, ‘মার্টিনেজ এমন একটা আবিষ্কার, যেটা আমাদের প্রচুর আনন্দ দিয়েছে। ওর আলাদা ব্যক্তিত্ব রয়েছে। সেই ব্যক্তিত্বও আমাদের অনেক কিছু দিয়েছে। যদিও ওর দৃষ্টিভঙ্গি একদম বাচ্চাদের মতো।’

আইকে