সেউতার মাঠে বার্সার গোল উৎসব

কোপা দেল রে’র রাউন্ড অব সিক্সটিনের তৃতীয় বিভাগের ক্লাব সেউতার বিপক্ষে গোল উৎসব করেছে বার্সেলোনা। পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কির জোড়া গোলের পাশাপাশি স্কোরশিটে নাম তোলেন রাফিনিয়া, আনসু ফাতি ও ফ্র্যাঙ্ক কেসি।
স্প্যানিশ সুপার কাপ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা বার্সেলোনার শুরুটা ছিলো অনেকটাই নিষ্প্রাণ। প্রথম গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের প্রায় শেষ পর্যন্ত।
ম্যাচের ৪১ মিনিটে রাফিনিয়ার গোলে ডেডলক ভাঙে কাতালান ক্লাবটি।
বিরতির পর স্কোরলাইন দ্বিগুণ করেন রবার্ট লেভানডোভস্কি।
৭০ মিনিটে স্কোর শিটে নাম তোলেন আনসু ফাতি। মিনিট সাতেকের মাথায় গোলের দেখা পান কেসি।
শেষ দিকে নিজের দ্বিতীয় গোলের দেখা পান লেভানডোভস্কি।
৫-০ গোলের বিশাল জয়ে আসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বার্সেলোনা।
আইকে