ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


আম্পায়ারের অনুমতি না নিয়েই টয়লেটে গেলেন জোকোভিচ


২০ জানুয়ারী ২০২৩ ০৪:০৭

অস্ট্রেলিয়ান ওপেনে আবারও বিপদে নোভাক জোকোভিচ। এবার খেলার মাঝে আম্পায়ারের অনুমতি ছাড়া টয়লেটে গেলেন এই সার্বিয়ান তারকা। এর আগে গত বছর করোনা ভাইরাসের টিকা না নেওয়ায় অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি ৩৫ বছর বয়সী তারকা। তবে এ বছর নিয়ম শিথিল হওয়ায় খেলতে এসেছেন।

নিজের প্রথম রাউন্ডের ম্যাচে অবশ্য জয় পেতে কোনো সমস্যা হয়নি জোকোভিচের। স্প্যানিশ রোবের্তো কারাবেয়াসকে ৬-৩, ৬-৪ ও ৬-০ সেটে হারান।

কিন্তু প্রথম রাউন্ডের ২৫ মিনিটের সময়, যখন ৩-২ সেটে এগিয়ে ছিলেন নোভাক, তখন তার প্রস্রাবের চাপ আসে। তবে অফিসিয়াল নিয়ম অনুযায়ী প্রতি সেটের শেষে খেলোয়াড়রা ৩ মিনিটের টয়লেট বিরতি পান।

যদিও একটি এন্ড শেষে ৯০ সেকেন্ডের বিরতি কাজে লাগাতে চেয়েছিলেন জোকোভিচ। তিনি পরে আম্পায়ার অরেলি টরটেকে তার অবস্থার কথা জানাতে চাচ্ছিলেন। এমনিতে পেশির সমস্যায় ভোগা এই তারকা বলতে চাচ্ছিলেন ‘আমার টয়লেটে যাওয়া দরকার’।

পরে জোকোভিচ সঙ্গে সঙ্গেই তার টাওয়াল নিয়ে টয়লেটের দিকে চলে গেলেন। কিন্তু টরটে জোকোভিচকে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলেন। তবে তিনি শুনতে পাননি। দ্রুতই চলে যান।

এরপর টরটে তার ওয়াকি-টকি দিয়ে সুপারভাইসরকে বলেন, জোকোভিচকে সময়ের মধ্যে ফিরতে হবে, অন্যথায় সে সময় নষ্ট করার সতর্কতা পাবেন। জোকার একটু পর ফিরে আসেন। আসার সময় তাকে তার শর্টসের ফিতে বাঁধতে দেখা যায়।

এটি অবশ্য জানা যায়নি, জোকোভিচ ঠিক সময় মতো ফিরতে পেরেছিলেন কিনা। এছাড়া অনুমতি ছাড়া তিনি কোর্ট ছাড়ায় তার কোনো জরিমানা হয়েছে কিনা।

আইকে