ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


নিউজিল্যান্ডকে ১২ রানে হারিয়ে ওয়ানডে সিরিজে এগিয়ে থাকলো ভারত


১৯ জানুয়ারী ২০২৩ ২৩:৫০

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ১২ রানে হারিয়েছে ভারত। শুভমান গিলের ডাবল সেঞ্চুরিতে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো রোহিত শর্মার দল।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত।

ওপেনিং জুটিতেই ৬০ রানের ইনিংস খেলেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। জুটি ভাঙ্গে ৩৪ রানে রোহিত শর্মা আউট হলে।

৮ রানে স্যান্টনারের শিকার হন বিরাট আর ঈশান আউট হন ৫ রানে।

এরপর দলের হাল ধরেন আরেক ওপেনার শুভমান গিল। ৩১ রান করে সূর্যকুমার যাদব এবং ২৮ রান করে সাজঘরে ফেরেন হার্দিক পান্ডে।

পরের গল্পটা শুধুই গিলের। তিনি একাই খেলেন ২০৮ রানে ঝড়ো এক ইনিংস। তার রানে ভর করে ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রানে থামে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ২ বলে সব উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড।

আইকে