এমবাপ্পের মামুলি মিসে রেনের কাছে হারলো পিএসজি

ফরাসি লিগ ওয়ানে তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলো প্যারিস সেন্ট জার্মেই পিএসজি। রেনের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। দ্বিতিয়ার্ধের ৫৫ মিনিটে মাঠে নেমেছিলেন এই ফরোয়ার্ড।
তবে, ম্যাচের ৭০ মিনিটে মেসির অবিশ্বাস্য পাসে ফাঁকা বল পেয়ে যান এমবাপ্পে। কিন্তু একা গোলরক্ষককে পেয়েও বল জালে জড়াতে পারেননি তিনি।
আর তাতে ১-০ গোলে হারের ক্ষত নিয়ে মাঠ ছাড়ে গালতিয়েরের শিষ্যরা।
১৯ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে পিএসজি। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দুইয়ে লঁস। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে তিনে মার্সেই। সমান ৩৭ পয়েন্ট নিয়ে মোনাকো চারে ও রেন পাঁচ নম্বরে আছে।
আইকে