রাশফোর্ডের জোড়া গোল, চার্লটনকে বিধ্বস্ত করলো ম্যানইউ

কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে চার্লটনকে ৩-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে উঠে গেছে ম্যানইউ।
জোড়া গোল করেছেন বদলি হিসেবে মাঠে নামান মার্কাস রাশফোর্ড।
একটি গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা অ্যান্টোনি। ম্যাচের ২১তম মিনিটে প্রথম গোল করেন অ্যান্টোনি।
তবে চার্লটন অ্যাথলেটিকের জাল এরপর আর খুঁজেই পাচ্ছিলো না রেড ডেভিলরা। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে এসে জোড়া গোল করলেন মার্কাস রাশফোর্ড।
৬০তম মিনিটে তাকে বদলি হিসেবে মাঠে নামানো হয় অ্যান্টোনির পরিবর্তে।
ম্যাচের ৯০তম মিনিটে দলের দ্বিতীয় এবং নিজের প্রথম গোল করেন রাশফোর্ড। অতিরিক্ত সময়ে আরও একটি গোল করলেন ইংলিশ এই স্ট্রাইকার।
আইকে