ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


টানা চার ম্যাচে সিলেটের জয়


১১ জানুয়ারী ২০২৩ ১১:১১

মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্সের জয়ের রথ চলছেই। এ নিয়ে টানা চার ম্যাচে জয় লাভ করলো দলটি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) নিজেদের চতুর্থ ম্যাচে টসে হেরে ঢাকার বিপক্ষে ব্যাটিং এ নামে সিলেট।

এদিন রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান তাওহিদ হৃদয়।

হৃদয়ের ৪৬ বলের ৮৪ রানের ঝড়ো ইনিংস আর নাজমুল হোসেন শান্তর ৩৯ বলে ৫৭ রানের ইনিংসে ভর করে ৮ উইকেট হারিয়ে ২০১ রানের পাহাড় গড়ে সিলেট।

বিশাল টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.৩ ওভারে ১৩৯ রানে অলআউট হয় ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন অধিনায়ক নাসির হোসেন। এছাড়া ৪২ রান করেন মোহাম্মদ মিঠুন।

৬২ রানের জয়ে চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রাখল সিলেট।

আইকে