ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


টসে হেরে ব্যাটিংয়ে মাশরাফীর সিলেট


১১ জানুয়ারী ২০২৩ ০৬:৪৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনের ম্যাচে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে মাঠে নেমেছে সিলেট স্ট্রাইকার্স।

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) টসে হেরে ব্যাটিংয়ে নামে মাশরাফীর দল।

দলটি এখন পর্যন্ত তিন ম্যাচে মাঠে নেমে তিনটিতেই জিতেছে। আজকের ম্যাচেও সেই অপরাজিত দল নিয়েই মাঠে নামছে সিলেট।

এদিকে টুর্নামেন্টে এখন পর্যন্ত কেবল একটি ম্যাচই খেলেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি। সেই ম্যাচে সহজ জয় পেয়েছে দলটি। নাসিরের নেতৃত্বে ঢাকাও উইনিং কম্বিনেশন নিয়ে মাঠে নামছে।

ঢাকা ডমিনেটর্স একাদশ: নাসির হোসেন (অধিনায়ক), দিলশান মুনাভিরা, আহমেদ শেহজাদ, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), আরিফুল হক, মুক্তার আলী, উসমান গণি, আরাফাত সানি, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন।

সিলেট স্ট্রাইকার্স একাদশ: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), জাকির হাসান, তৌহিদ হৃদয়, মোহাম্মদ হারিস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আকবর আলী, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, রেজাউর রহমান রাজা।

আইকে