ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বিপিএলে বরিশালের ‘চুড়ান্ত’ অধিনায়ক সাকিব


১১ জানুয়ারী ২০২৩ ০০:৩৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বরিশাল শুরুর দিকে তাদের অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেছিল। তবে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসেছিলেন মেহেদী হাসান মিরাজ।

যদিও তখন বলা হয়েছিল অধিনায়ক নয়, মিরাজ এসেছেন বরিশালের প্রতিনিধি হয়ে। কিন্তু পরে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে টস করতেও আসেন মিরাজ।

তবে এবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, বরিশাল টুর্নামেন্টের বাকি সময় দলকে নেতৃত্ব দেবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

এদিকে ফরচুন বরিশালের শুরুটা ভালো হয়নি। মিরাজের নেতৃত্বে সিলেটের বিপক্ষে খেলতে নেমে ৬ উইকেটে হেরে যায় তারা। যদিও সেই ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালান সাকিব। ৭ চার ও ৪ ছক্কায় ৩২ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস খেলেন।

আইকে