ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের পূর্ণাঙ্গ সূচি


১৬ অক্টোবর ২০১৮ ০৪:৫৫

জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে গত ১১ অক্টোবর ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন ফজলে রাব্বি। এছাড়া দলে আবারো সুযোগ পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। ইনজুরির কারণে অলরাউন্ডার সাকিব আল হাসান ও ওপেনার তামিম ইকবালকে ছাড়াই দল গঠন করে বাংলাদেশ।

আগামী ২১ অক্টোবর জিম্বাবুয়ের সঙ্গে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ শেষেই চট্টগ্রামে চলে যাবে দুই দল। সেখানে শেষ দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৩ নভেম্বর থেকে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি ঢাকায় অনুষ্ঠিত হবে।

সিরিজের জন্য এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড টিকেট ছাড়েনি। বোর্ডের এক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায় টিকেট দুই একদিনের মধ্যেই ছাড়া হবে। অনলাইনে টিকেট কাটার পাশাপাশি বিভিন্ন ব্যাংক থেকেও টিকেট সংগ্রহ করতে পারবেন দর্শকরা।

জিম্বাবুয়ে সিরিজের বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, মোহাম্মদ সাইফুদ্দিন এবং ফজলে রাব্বি।

এসএ