সূর্যের তৃতীয় সেঞ্চুরি, সিরিজ জয় ভারতের

টি-টোয়েন্টিতে ইনিংস মাত্র হলো ৪৩টি। এরই মধ্যে তিনটি সেঞ্চুরি তুলে নিয়েছেন সূর্যকুমার যাদব। ভারতের ডানহাতি এই ব্যাটিং বিস্ময়ের ছোট ফরম্যাটে অবিশ্বাস্য ফর্ম ছুটছেই। সর্বশেষ পাঁচ ইনিংসে পেয়েছেন দ্বিতীয় সেঞ্চুরির দেখা।
শনিবার রাতে রাজকোটে সূর্যের অবিশ্বাস্য ব্যাটিংয়ের ম্যাচে শ্রীলঙ্কাকে ৯১ রানে হারিয়েছে ভারত। তাতে তিন ম্যাচের সিরিজ হার্দিক পান্ডিয়ার দল জিতেছে ২-১ ব্যবধানে।
এ নিয়ে ঘরের মাঠে টানা ১১টি সিরিজ অপরাজিত রইলো ভারত। এর মধ্যে একটি মাত্র সিরিজ তারা ড্র করেছে।
টস জিতে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ২২৮ রানের পাহাড় গড়েছিল ভারত।
বড় রান তাড়ায় ১৩ ওভারে ১০৭ রানে ৬ উইকেট হারানোর পর আর আশা ছিল না শ্রীলঙ্কার। ধুঁকতে ধুঁকতে তারা শেষ পর্যন্ত ১৬. ৪ ওভারে অলআউট হয় ১৩৭ রানে।
অর্শদীপ সিং ২০ রানে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট পান উমরান মালিক, হার্দিক পান্ডিয়া আর ইয়ুজবেন্দ্র চাহাল।
আইকে