ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


পঞ্চমবারের মতো বর্ষসেরা প্লেমেকার নির্বাচিত হয়ে রেকর্ড মেসির


৮ জানুয়ারী ২০২৩ ০৮:২৮

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি এন্ড স্টাটিসটিকস (আইএফএফএইচএস) এর ২০২২ সালের বর্ষসেরা প্লেমেকার নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। সেই সাথে, রেকর্ড পাঁচবারের মতো বর্ষসেরা প্লেমেকারের শ্রেষ্ঠত্ব জিতলেন এই ফুটবল মহাতারকা। সর্বোচ্চ ১৭০ পয়েন্ট নিয়ে বর্ষসেরার খেতাব জিতলেন মেসি।

এর আগে, আইএফএফএইচএস’র ২০২২ সালের বর্ষসেরা ফুটবল খেলোয়াড় এবং ২০২২ সালের সেরা গোলস্কোরার নির্বাচিত হয়েছিলেন লিওনেল মেসি। এবারে, প্লেমেকার হিসেবেও রেকর্ড গড়লেন এলএমটেন।

রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার লুকা মদ্রিচকে পেছনে ফেলে এই কৃতিত্ব গড়েন তিনি।

আইএফএফএইচএস’র র‍্যাঙ্কিংয়ের সেরা ৫ জন প্লেমেকার:

১. লিওনেল মেসি (আর্জেন্টিনা ও প্যারিস সেন্ট জার্মেই) ১৭০ পয়েন্ট

২. লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া ও রিয়াল মাদ্রিদ ) ১১৫ পয়েন্ট

৩. কেভিন ডি ব্রুইনা (বেলজিয়াম ও ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড) ৪০ পয়েন্ট

৪. ব্রুনো ফার্নান্দেজ (পর্তুগাল ও ম্যানচেস্টার ইউনাইটেড) ২৫ পয়েন্ট

৫. আতোয়ান গ্রিজমান (ফ্রান্স ও অ্যাটলেটিকো মাদ্রিদ) ২০ পয়েন্ট

আইকে