ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


পেলের নামে স্টেডিয়ামের নামকরণে কলম্বিয়ার ঘোষণা


৮ জানুয়ারী ২০২৩ ০৩:২৫

প্রথম লাতিন আমেরিকা দেশ হিসেবে পেলের নামে স্টেডিয়ামের নামকরণের ঘোষণা দিয়েছে কলম্বিয়া।

ফিফা প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়ে দেশটি জানায়, এই ফুটবল কিংবদন্তিকে সম্মান জানাতে পেরে তারাও গর্বিত।

কলম্বিয়ার দক্ষিণের প্রদেশ ভিলাভিসেনসিয়োতে অবস্থিত স্টেডিয়ামের আত্মপ্রকাশ নতুনভাবে ঘটবে ‘বেলো হরিজেন্তো রেই পেলে’ নামে। পেলেকে বলা হয় ফুটবলের রাজা। পরিসংখ্যান ও অর্জনের শিখরে দাঁড়িয়ে নিজের নাম প্রতিষ্ঠিত করেছিলেন অনন্য এক উচ্চতায়।

সবাইকে কাঁদিয়ে অনন্তলোকে পাড়ি জমিয়েছেন ফুটবলের কালোমানিক পেলে। এই ফুটবল কিংবদন্তির শেষ বিদায় অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

সেখানে ফিফা সদস্য দেশগুলোতে অনুরোধ জানান পেলের নামে একটি করে স্টেডিয়ামের নামকরণের জন্য।

আইকে