ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


‘বিসিবির সীমাবদ্ধতা জানা থাকলে বিপিএল নিয়ে এমন মন্তব্য করতেন না সাকিব’


৬ জানুয়ারী ২০২৩ ০৫:৩৭

বিসিবির সীমাবদ্ধতা জানা থাকলে বিপিএল নিয়ে এমন মন্তব্য করতেন না সাকিব বলে জানিয়েছেন করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, শেষ মুহূর্তে ব্রডকাস্টার জানানোয় ডিআরএস পায়নি বিসিবি।

উল্লেখ্য, গতকাল বুধবার (৪ জানুয়ারি) গালফ অয়েল বাংলাদেশ লিমিটেড কোম্পানিতে একদিনের জন্য চিফ এক্সিকিউটিভ অফিসারের (সিইও) দায়িত্ব নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, বিপিএলের যা-তা অবস্থা, দায়িত্ব পেলে ১ থেকে ২ মাসের মধ্যে টুর্নামেন্টের চেহারা বদলে দিতেন তিনি।

সাকিব আরও বলেন, ১৬ থেকে ২০ কোটি মানুষের দেশে একটি পছন্দের খেলার বাজার থাকবে না এটাতো বিশ্বাস করা কঠিন। এটা খুবই দুঃখজনক। আমি অন্তত এটা বিশ্বাস করি না। আমার ধারণা, এটা মার্কেটিংয়ের জায়গা থেকে অবশ্যই বড় একটা ব্যর্থতা। যে কারণেই আমরা আসলে একটা বাজার তৈরি করতে পারিনি।

আইকে