আর্জেন্টিনার প্রেসিডেন্ট পদের জরিপে এগিয়ে মেসি

আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসির হাত ধরেই দীর্ঘ ৩৬ বছর পর তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ক্যারিয়ারের পড়ন্ত বিকালে কোটি কোটি সমর্থকের সেই প্রত্যাশা পূরণ করেন এই কিংবদন্তি।
বিশ্বকাপ জয়ের ১১ দিন পরেও দেশটির মানুষ মেসি-জ্বরে ভুগছে। সেই জ্বরের ঘোর এতটাই যে আর্জেন্টাইনদের একটি বড় অংশ লিওনেল মেসিকে প্রেসিডেন্ট পদে দেখতে ভোটও দিতে রাজি!
আর্জেন্টিনার তথ্য-বিশ্লেষণী ও জনমত জরিপ প্রতিষ্ঠান ‘জ্যাকোব্বে অ্যান্ড অ্যাসোসিয়াদোস’ এর এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপ অনুযায়ী, বেশ বড় ব্যবধানে জয়ী হয়েছেন মেসি। পেছনে ফেলেছেন বর্তমান প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ, মাওরোসিও মার্কি, ক্রিস্তিয়ান কারচানেরের মতো রাজনীতিবিদদের।
জরিপ বলছে, ৪৩ শতাংশের বেশি মানুষ মেসিকে দেশটির প্রেসিডেন্ট পদে দেখতে চান। আর ১৭ দশমিক ৫ শতাংশ মানুষ কিছুটা দোলাচলে থাকলেও মেসির পক্ষেই সমর্থন জানিয়েছেন।
মেসির পর দ্বিতীয় হওয়া ডানপন্থি নেতা জাভিয়ের মিলেয়া পেয়েছেন কেবল ১২ শতাংশ ভোট। তারপরই ১১ শতাংশ ভোট নিয়ে আছেন ভাইস প্রেসিডেন্ট ক্রিস্তিয়ান কারচানের। এ ছাড়া বর্তমান প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ পেয়েছেন কেবল ১ দশমিক ৩ শতাংশ মানুষের সমর্থন।
আইকে