ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া


৩০ ডিসেম্বর ২০২২ ০২:৪০

দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ও ১৮২ রানে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এর সুবাদে, এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিলো অজিরা।

প্রথম ইনিংসে ৩৭১ রানে পিছিয়ে থেকে ৪র্থ দিনে ব্যাট করতে নেমে অজি বোলারদের দাপটে মাত্র ২০৪ রানেই গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। টেম্বা বাভুমার ফিফটিতেও ইনিংস হার এড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা।

এর আগে, প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ১৮৯ রানের জবাবে ১ম ইনিংসে ওয়ার্নারের ডাবল সেঞ্চুরি ও অ্যালেক্স ক্যারির মেইডেন সেঞ্চুরিতে ৫৭৫ রানের বিশাল রান সংগ্রহ দাঁড় করে অজিরা।

৩৮৬ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ২০৪ রানে থামে প্রোটিয়াদের ইনিংস।

দুর্দান্ত এ জয়ে ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন ডেভিড ওয়ার্নার।

আইকে