ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


যে পজিশনে খেলবেন রাব্বি


১৫ অক্টোবর ২০১৮ ০৪:৫৭

ফাইল ফটো

আসন্ন জিম্বাবুয়ে সিরিজের জন্য ঘোষিত দলে প্রথমবারের মত দলে ডাক পেয়েছেন ফজলে মাহমুদ রাব্বি। তবে কোন পজিশনে তিনি ব্যাটিং করবেন? সেটা এখনও চুড়ান্ত হয়নি। এ নিয়ে চলছে জল্পনাকল্পনা।

কেননা ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকে মূলত একজন ওপেনার হিসেবেই খেলতেন ফজলে রাব্বি। তবে বর্তমানে জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) তিন নম্বরে ব্যাট করছেন রাব্বি। গত আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পাঁচ এবং ছয়েও খেলেছেন তিনি। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে মূল একাদশে সুযোগ পেলে তাঁর ব্যাটিং পজিশনটি কি হবে সেটি নিয়ে একটি ধোঁয়াশা থাকছেই।

বিষয়টি নিয়ে টাইগারদের নির্বাচক হাবিবুল বাশার সুমন নতুন সময়কে জানিয়েছেন, দলের প্রয়োজনের কথা চিন্তা করে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে খেলানোটাই আদর্শ হবে রাব্বির জন্য।

হাবিবুল বাশার করেন, যেকোনো পজিশনে রাব্বি খেলার জন্য উপযুক্ত হলেও তাকে পাঁচ অথবা ছয়ে নামানোটাই সঠিক সিদ্ধান্ত হবে টিম ম্যানেজমেন্টের।

জিম্বাবুয়ের বিপক্ষে এ সিরিজটি যথেষ্ট চ্যালেঞ্জিং হবে মনে করেন হাবিবুল বাশার সুমন। তার মতে, বর্তমান জিম্বাবুয়ে দলটি যথেষ্টই গোছানো এবং পরিণত। তার ওপর দলে নেই তামিম সাকিবদের মত অভিজ্ঞরা।

টাইগার এ নির্বাচক বলেন, ‘এটা আমাদের নতুনদের জন্য একটা সুযোগ। সামনে বিশ্বকাপ আছে । আমাদের কিছু খেলোয়াড়কে দেখার বিষয় ছিল। যদি সাকিব-তামিম খেলতে পারত তাহলে একদম নতুন কিছু ক্রিকেটারকে খেলানো যেত, কিন্তু সেটা হচ্ছে না। তাই আমাদের অভিজ্ঞতার দিকেও তাকাতে হচ্ছে। দলের সেরা কম্বিনেশন ও অভিজ্ঞতার দিকেও দেখেছি আমরা।’

তার ভাষায়, ‘সব মিলিয়ে আমি আশাবাদী। আমার মনে হয় আমাদের দলের সেরা একাদশটা খারাপ না। যারা বাইরে আছেন তাঁরা যথেষ্ট ভাল খেলছেন এবং অনেক প্রক্রিয়ার মাধ্যমে এসেছেন। আমি আশাবাদি, এই সিরিজটা ভালোই হবে।’

সাবিকের পরিবর্তে ব্যাটিং এর সাথে বোলিং দিয়েও দলের গুরুত্বপূর্ণ অবদান রাখান জন্য ৩০ বছর বয়সী এই খেলোয়াড়কে এবার সুযোগ দেয়া হয়েছে। যদিও রাব্বি নিজেকে সাবিকের স্থানে ভাবতে নারাজ। তিনি জানান, সাবিক আল হাসান হচ্ছেন বিশ্ব সেরা অলরাউন্ডার তার স্থান কেউ নিতে পারবে না। আমি নিজেকে সৌভাগ্যবান ভাবছি তার পরিবর্তে দলে সুযোগ পেয়ে। আমি নিজের সেরাটা দিয়ে আগামীতে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের সাথে এক সাথে খেলতে চাই। দলের প্রয়োজনে যে কোন স্থানে খেলতে আমি প্রস্তুত আছি।

বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াডঃ

১. মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক)
২. লিটন দাস
৩. ইমরুল কায়েস
৪. নাজমুল হাসান শান্ত
৫. মুশফিকুর রহিম
৬. মোহাম্মদ মিথুন
৭. মাহমুদ উল্লাহ
৮. আরিফুল হক
৯. মেহেদী মিরাজ
১০. মুস্তাফিজুর রহমান
১১. নাজমুল অপু
১২. রুবেল হোসেন
১৩. আবু হায়দার
১৪. সাইফ উদ্দিন
১৫. ফজলে রাব্বি

এসএ



এসএ