টাইগারদের মুখের গ্রাস কেড়ে নিয়ে ভারতের টেস্ট জয়

সাকিব বাহিনীকে ৩ উইকেটে হারিয়ে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিলো লোকেশ রাহুলের ভারত।
শুরুতে এক ঘণ্টার মধ্যেই মাত্র ৩০ রানের মাঝে ভারতের ৩ উইকেট তুলে নিয়ে জয়ের সুবাস পেতে শুরু করে বাংলাদেশ। রিশাভ পান্তের উইকেট পতন তখন মনে হচ্ছিল, টাইগারদের জয় যেন সময়ের ব্যাপার। মিরাজ-সাকিবের স্পিন-ঘূর্ণিতে রীতমতো কাঁপছিল ভারত!
জয়ের লক্ষ্য ১৪৫ রান আর, ৭৪ রানেই নেই ভারতের ৭ উইকেট। সেখান থেকে ভারতের হয়ে ম্যাচ বের করে আনেন শ্রেয়াস আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিন। এই দু’জনের পাল্টা আক্রমণে ১০৫ বলে ভারত সংগ্রহ করে ৭১ রান। আর এতেই নিশ্চিত করেন ভারতের সিরিজ জয়।
আইকে