রিচার্লিসনের অ্যাক্রোবেটিক বাইসাইকেল বিশ্বকাপের সেরা গোল
-2022-12-24-16-20-49.jpg)
কাতার বিশ্বকাপ ২০২২’র সেরা গোল নির্বাচিত হয়েছে ব্রাজিলের রিচার্লিসনের অ্যাক্রোবেটিক বাইসাইকেলে করা গোলটি।
ফিফা টুইটারে জানিয়েছে, হুন্দাই গোল অফ দ্যা টুর্নামেন্ট হয়েছে এটি।
গ্রুপ পর্বের ১ম ম্যাচে রিচার্লিসনের জোড়া গোলে জয় দিয়ে আসর শুরু করেছিল ব্রাজিল। সেখানে ম্যাচের ৭৩ মিনিটে দলের ও নিজের ২য় গোলটি করেন ব্রাজিলিয়ান নাম্বার নাইন।
সেই মুহূর্তেই গোলটি নিয়ে তোলপাড় শুরু হয় ফুটবল দুনিয়ায়। ধারণা করা হচ্ছিল, সেটিই হতে যাচ্ছে এবারের আসরের সেরা গোলগুলোর একটি।
ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলে হতাশ হতে হয় সেলেসাও সমর্থকদের। তবে রিচার্লিসনের গোলটি এবারের আসরে সেরা গোল নির্বাচিত হওয়ায় কিছুটা সন্তুষ্ট হতে পারে ভক্তরা।
আইকে