ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


মেসিকে যে কটাক্ষ ম্যারাডোনার


১৪ অক্টোবর ২০১৮ ২২:১৮

দুই আর্জেন্টাইন খেলোয়ার সম্পর্ক বর্তমানে তলানিতে এসে পৌঁছেছে। রাশিয়া বিশ্বকাপের সময়ে আর্জেন্টাইন সাংবাদিকদের কাছ থেকেই এমনটা জানা যায়।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের পর থেকেই লিওনেল মেসি এবং দিয়াগো ম্যারাডোনার সম্পর্ক খারাপ হতে শুরু করে। এবার মেক্সিকোয় একটি টিভি অনুষ্ঠানে মেসিকে কটাক্ষ করলেন ম্যারাডোনা।

ম্যারাডোনা বলেন, ‘‘মেসি মাঠে নামার আগে কারও সঙ্গেই কথাবার্তা বলে না। মাঠে নেমেই নেতৃত্ব বুঝে নিতে চায়। খেলার আগে সতীর্থ বা কোচের সঙ্গেও আলোচনাও করে না।

শুধু এখানেই সে থমকে যায়নি তিনি আরও বলেছেন, মেসি প্লে স্টেশনে খেলতেই বেশি পছন্দ করে। ম্যাচের আগে যে মানুষটা ২০ বার বাথরুমে যায়, তাকে আপনি কখনোই নেতা হিসেবে মেনে নিতে পারবেন না।’’

ফুটবল বিশ্বে মেসিকে ‘ঈশ্বর’ বলা হয়। কিন্তু ম্যারাডোনা তাদের সঙ্গে সহমত পোষণ করেননি। তিনি জানান, ‘‘মেসি আর্জেন্টিনার একজন প্লেয়ার। ঈশ্বর নন।’’ মেসি সম্পর্কে কড়া মন্তব্য করলেও বাস্তবকে উপেক্ষা করছেন না ম্যারাডোনা। মেসির উপর থেকে চাপ সরিয়ে নেওয়া উচিত বলেই মনে করেন তিনি। চাপমুক্ত মেসিকে পেতে হলে তার উপর থেকে নেতৃত্বের বোঝা সরিয়ে নেওয়া উচিত বলেই মনে করেন ম্যারাডোনা।

আরআইএস