মরক্কোকে কাঁদিয়ে ফাইনালে ফ্রান্স

টানা দুইবারে মতো ফাইনালে গেলো ইউরোপের দেশ ফ্রান্স। বৃহস্পতিবার মরক্কো ২-০ গোলে হারিয়ে ফাইনালে গেলো তারা।
চমক দেখিয়ে সেমিফাইনালে এসে শুরুটা ভালো করতে পারল না মরক্কো। পঞ্চম মিনিটেই গোল হজম করতে হয় আফ্রিকান ডার্ক হর্সদের। বিপদটা আরও বাড়তে পারতো।
কিন্তু ফিনিশিংয়ের অভাবে প্রথম ত্রিশ মিনিটে বেশ কয়েকটা সুযোগ হারিয়েছে ফ্রান্স। সময় বাড়ার সঙ্গে সঙ্গে খোলস থেকে বেরিয়ে আসতে শুরু করে মরক্কো। একের পর এক আক্রমণে ভীতিও ছড়িয়েছে দলটি। কিন্তু ভাগ্যের ফেরে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করতে হয়েছে হাকিমি-সোফিয়ানদের।
এমবাপে-জিরুডদের হয়ে একমাত্র গোলটি করেছেন থিও হার্নান্দেজ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ফ্রান্স। পঞ্চম মিনিটে গ্রিজমানের পাস থেকে ঠিকমতো শট নিতে পারেননি কিলিয়ান এমবাপে।
কোনোমতে বল পায়ে লেগে চলে যায় থিও হার্নান্দেজের কাছে। উঁচু বলে অ্যাক্রোবেটিক শটে জালে বল জড়ান থিও। ফ্রান্স এগিয়ে যায় ১-০ গোলে।
খেলার ৮০ মিনিটে গোল করেন রানদা কালো।
আইকে