বিদায় রোনালদো, ইতিহাস গড়ে সেমিতে মরক্কো

চলতি কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই পর্তুগালের বিপক্ষে মাঠে নেমেছিল মরক্কো। যেখানে তারা ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশকে ১-০ গোলে বিদায় করে প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিলো।
শনিবার দোহার আল থুমামা স্টেডিয়ামে খেলার ৪২তম মিনিটে দুর্দান্ত এক হেডে পর্তুগালের জালে বল জড়িয়ে দেন মরক্কোর ইউসুফ এন-নেসিরি।
পুরো ম্যাচে স্পষ্ট প্রাধান্য বিস্তার করে খেলেছে পর্তুগাল। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিল পর্তুগাল। কিন্তু গোলের জন্য আক্রমণে এগিয়ে ছিল মরক্কো।
খেলার শুরুর একাদশে মাঠে নামনো হয়নি পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে। খেলার ৫২ মিনিটে রুবেন নেভাসের জায়গায় মাঠে নামানো হয় রোনালদোকে।
প্রথমার্ধে গোল খেয়ে পিছিয়ে পরায় দ্বিতীয়ার্ধে খেলতে নেমে দলকে জয় উপহার দেওয়াতো দূরে থাক সমতায়ও ফেরাতে পারেননি রোনালদো।
আইকে