ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বাংলাদেশকে ৪১০ রানের টার্গেট দিলো ভারত


১১ ডিসেম্বর ২০২২ ০৩:৩৬

প্রথমবারের মতো আন্তর্জাতিক দল হিসেবে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে চারশ রান করলো ভারত। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব‌্যাটিং করতে নেমে ইশান কিশান ও বিরাট কোহলির ব্যাটের তাণ্ডবে রানের ফুলঝুরি ছুটিয়ে ৮ উইকেটে ৪০৯ রান করে দুইবারের বিশ্ব চ‌্যাম্পিয়নরা।

ভারতের হয়ে ডাবল সেঞ্চুরি করেন তরুণ ক্রিকেটার ইশান কিশান। সেঞ্চুরি পেয়েছেন বিরাট কোহলি। দুজন মিলে ২৯০ রানের জুটি গড়েন যা বাংলাদেশের বিপক্ষে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি।

এর আগে কিম্বারলিতে ২০১৭ সালে হাশিম আমলা ও কুইন্টন ডি কক ২৮২ রান করেছিলেন। তাদের জুটি অবশ‌্য অপরাজিত ছিল।

ইশান ১৩১ বলে ২৪ চার ও ১০ ছক্কায় ২১০ রান করেন। আর সেঞ্চুরি পাওয়া বিরাট কোহলি ৯১ বলে ১১ চার ও ২ ছক্কায় ১১৩ রান করেন।

তিন ম‌্যাচ সিরিজে ২-০ ব‌্যবধানে এগিয়ে বাংলাদেশ। আজ বাংলাদেশ জিতলে প্রথমবার ভারতকে হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে।

আইকে