দক্ষিণ কোরিয়ার বিপক্ষে রোনালদোর খেলার সম্ভাবনা নেই

ফিফা ফুটবল বিশ্বকাপের ২২তম আসরে ‘এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আজ মাঠে নামবে পর্তুগাল।
বাংলাদেশ সময় শুক্রবার রাত ১টার অনুষ্ঠিত হবে ম্যাচটি।
তবে এই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোষ।
সান্তোষ জানা, এ ম্যাচে রোনালদোর খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি। সে খেলতেও পারে, আবার নাও পারে।
এদিকে বুধবার দলের সঙ্গে অনুশীলন করেননি রোনালদো। একাই শারীরিক কসরত সেরেছেন তিনি।
আইকে