ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


ঢাকায় পৌঁছেছেন রোহিত-কোহলিরা


২ ডিসেম্বর ২০২২ ০৭:৪৭

তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলতে বর্তমানে ঢাকায় অবস্থান করছে ভারতীয় ক্রিকেট দল।

একঝাক তারকা ক্রিকেট সম্পুর্ণ দল নিয়ে আজ বাংলাদেশ সময় ৬.৪০ এ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মেন ইন ব্লুরা।

এর আগে সবশেষ ২০১৫ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিলো ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল। ৭ বছর পর আবার বাংলাদেশে এসেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।

২০১৫ সালের ওয়ানডে সিরিজটি বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হারে মাহেন্দ্র সিং ধোনির দল। টেস্ট ম্যাচটি হয়েছিল ড্র। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ৪ ডিসেম্বর প্রথম ওয়ানডেতে এবং ৭ ডিসেম্বরে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।

সিরিজের শেষ ওয়ানডে ১০ ডিসেম্বর মাঠে গড়াবে চট্টগ্রামে। একই ভেন্যুতে ১৪ ডিসেম্বর প্রথম টেস্ট শুরু হবে। এরপর ঢাকায় ফিরে ২২ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট খেলতে নামবে দুই দল।

আইকে