ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


শেহজাদ গরুর মাংস খেতেই থাক, ভুড়ি বাড়তেই থাক!


১৩ অক্টোবর ২০১৮ ০২:৪৯

ফাইল ফটো
আফগান উইকেটরক্ষক ব্যাটসম্যান শেহজাদ। ৫ ফিট ৪ ইঞ্চি উচ্চতার মানুষটির ওজন ৯৫ কেজি। দেখতে বেশ নাদুসনুদুস। তার শরীর দেখলে যে কেউ-ই বলবেন ফিটনেসের ব্যাপারে শেহজাদ বেখেয়াল। এ নিয়ে ৩০ বছরের এই তারকা খেলোয়াড়কে প্রায়ই শুনতে হয় কটু কথা। অনেকে বিদ্রুপও করেন। এরপরও তিনি গরুর মাংস খাওয়া বন্ধ করা তো দূরের কথা, একটু কম খেতেও নারাজ। কেননা, গরুর মাংস তার খুবই প্রিয়।
 
খাওয়া কমাতেও পারেন না। গরুর মাংস ভাত শেহজাদের খুবই প্রিয়। শেহজাদের হয়তো খাবারের সঙ্গে ‘আপোষ’ করার দরকারও নেই! মেদে ভরপুর এই শরীর নিয়েই তো বিশ্বের বাঘা বাঘা সব বোলারদের শাসন করে যাচ্ছেন 
 
নিয়মিত। ‘ভুড়ি’ই যেন শেহজাদের আশীর্বাদ!
 
গত এশিয়া কাপে অনেক বড় বড় নামকে পেছনে ফেলে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন শেহজাদ। ভারতের বিপক্ষে করেছিলে অবিস্মরণীয় এক সেঞ্চুরি। তার সেঞ্চুরিতে এশিয়া কাপে ভারতকে প্রায় হারিয়েই দিতে যাচ্ছিল 
 
আফগানিস্তান। এশিয়া কাপে শেহজাদের ব্যাট থেকে এসেছিল ২৬৮ রান।
 
চলতি আফগান প্রিমিয়ার লিগেও (এপিএল) চলছে তার ব্যাটিং কারিশমা। এখন পর্যন্ত এপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক শেহজাদ। তিন ম্যাচে রান করেছেন ১৬২। সর্বোচ্চ ৬৭। শেহজাদের স্ট্রাইক রেট আশ্চর্য হওয়ার মতো, ১৭৮.২! এখন 
 
পর্যন্ত ১২টি ছক্কা হাঁকিয়েছেন, যা টুর্নামেন্টের সর্বোচ্চ। চারের মার মেরেছেন ১৬টি, যা এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ। তাহলে কী দরকার ‘ভুড়ি’র বিপক্ষে তার যুদ্ধ করা!
 
এমআর