ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


ড্রেসিংরুমের ভিডিও ভাইরাল হতেই রেগে গেলেন ওয়াসিম আকরাম


৮ নভেম্বর ২০২২ ২৩:০২

নানা সমীকরণের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে পাকিস্তান ক্রিকেট দল।

প্রথম সেমিফাইনালে এ দলটি মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। তবে এই ম্যাচের আগেই দলের ওপর ক্ষোভ ঝেড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। খবর হিন্দুস্তান টাইমসের।

পাকিস্তান তাদের শেষ সুপার-১২ ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিল এবং এই জয়ের পর অধিনায়ক বাবর আজম, কোচ ম্যাথিউ হেইডেন ড্রেসিংরুমে দলের খেলোয়াড়দের উৎসাহিত করেছিলেন।

এই ভিডিও প্রকাশ্যে আসতেই ক্ষিপ্ত হন আকরাম। ওয়াসিম আকরামের মতে, ড্রেসিংরুম থেকে এমন ভিডিও বাইরে আসা মোটেও ভালো নয়।

তিনি মনে করেন, দলের সঙ্গে সম্পর্কিত কিছু জিনিস দলের ভেতরে থাকা উচিত এবং এগুলো কোনোমতেই বাইরে আসা উচিত নয়। কারণ ড্রেসিংরুমের জিনিসগুলো বাইরের লোকদের জানার জন্য নয়।

ওয়াসিম আকরাম বলেন, আমি যদি বাবর আজমের জায়গায় থাকতাম, তা হলে ভিডিও করা ব্যক্তিকে আগে ধরতাম। একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।