ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


হেরে বিদায় বাংলাদেশের, সেমিতে পাকিস্তান


৭ নভেম্বর ২০২২ ০১:৪৪

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচে দারুণ সম্ভাবনা নিয়ে মাঠে নামলেও ব্যাটিং ব্যর্থতায় হেরে গেল বাংলাদেশ। সুপার টুয়েলভে নিজেদের ম্যাচে ৫ উইকেট জিতে আসরটি সেমিফাইনাল নিশ্চিত করল পাকিস্তান।

আজ রোববার অ্যাডিলেডে গ্রুপ টুয়ের ম্যাচ খেলতে নামে দুদল। ভাংলাদেশ সময় সকাল ১০ টায় ম্যাচটি শুরু হয়।

যেখানে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে।

জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ও ১২ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌছে যায় বাবর আজমের দল।

বাংলাদেশ বোলাদের মধ্যে সাকিব, মোস্তাফিজ, নাসুম ও এবাদত একটি করে উইকেট পান।

পাকিস্তান বোলাদের মধ্যে ৪ ওভারে ২২ রানে ৪ উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি। ২ টি উইকেট পান স্পিনার সাদাব খান।